Auto Image Slider

মানুষের জন্য খাতনা করা জরুরি ও উপকারীতা

মানুষের জন্য খাতনা করা জরুরি ও উপকারীতা

সুপারির উপরে টুপির মত চামড়া কর্তন করাকে মুসলমানি বা খাতনা বলে। খাতনা করা সব ধর্মের মানুষের জন্য খুবই উপকারী ও প্রয়োজনীয়। খাতনার কারণে অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। যৌনাঙ্গ সংক্রান্ত কঠিন রোগ ইহুদী-খ্রিস্টানদের তুলনায় মুসলমানদের মাঝে কম পাওয়ার এটি একটি কারণ। এজন্য বর্তমানে তারাও খাতনা করাকে আবশ্যক মনে করে।

খাতনা করার দ্বারা যতগুলো উপকারিতা রয়েছে, তার মধ্যে একটি হলো দুর্গন্ধযুক্ত আর্দ্রতা বা চামড়ার নিচে জমা হতো সেটি আর জমা না হওয়াতে দুর্গন্ধ ও ক্ষত সৃষ্টির সম্ভাবনা থাকেনা।

আর পুরুষাঙ্গ খুবই সুক্ষ্ণ সুক্ষ্ণ শিরা ও ধমনী দিয়ে আবৃত, যার দ্বারা যৌনাঙ্গে অনুভূতি শক্তি অনেক প্রকার হয়ে থাকে।

বীর্য ঘন করার ঔষধ তৈরির পদ্ধতি

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Comment