Auto Image Slider

বাদশা নমরুদের কন্যা

বাদশা নমরুদের কন্যা

বাদশা নমরুদের কন্যার নাম রেয়জা হযরত ইব্রাহিম (আঃ) কে অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হলো। শত শত লোক তা দেখার জন্য ভিড় করলো। নমরুদের কন্যাও একটি স্থানে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল।

সে দেখল প্রজ্জ্বলিত আগুন হযরত ইব্রাহিম আঃ) এর স্পর্শ করছে না। তখন সে উচ্চস্বরে জিজ্ঞাসা করল, তোমাকে অগ্নি কেন যালাচ্ছেনা, উত্তরে খলিলুল্লাহ বললেন ঈমানের বরকতে আল্লাহ তাআলা আমাকে অগ্নি হতে রক্ষা করছেন। তখন রেয়জা বলে উঠলো আপনার অনুমতি পেলে এখনই আমি অগ্নিতে প্রবেশ করব। হযরত ইব্রাহিম আঃ কে বললেন তুমি (লা ইলাহা ইল্লাল্লাহ) বলে এখানে চলে আসো।

তখন সে কালেমা পড়ে অগ্নিতে প্রবেশ করল অগ্নি তাকে স্পর্শ করলোনা। অগ্নি হতে বাইরে বের হয়ে তার বাবা নমরুদকে ভালো-মন্দ অনেক কিছুই বলল, এতে ক্ষুব্ধ হয়ে তার উপর অকথ্য অত্যাচার নির্যাতন করল। কিন্তু সকল উৎপীড়ন নির্যাতন  অটল ঈমানের মোকাবেলায় নিশ্চিহ্ন হয়ে গেল। নমরুদের সকল চেষ্টাই ব্যর্থ হল। (সুবহানাল্লাহ)

নির্ভীক সাহসী মেয়েটি অকথ্য নির্যাতন অসহনীয় উৎপীড়ন পরাভূত হলো তার ঈমানের সামনে প্রত্যেক মুসলমানের উচিত এহেন বিশ্বাসী ধর্ম পরায়ন হওয়া যার নিকট শত বাধা-বিপত্তি পদদলিত হয়। অনায়াসে আল্লাহ তা ‘য়ালা আমাদের বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন

রাসুলুল্লাহ (স.) এর জন্ম ও মৃত্যু

Text

Leave a Comment