Auto Image Slider

জুনায়েদ বাগদাদী (রহ.) এর ঘটনা

জুনায়েদ বাগদাদী (রহ.) এর ঘটনা

হযরত জুনায়েদ বাগদাদী (রহ) এর সাথে জনৈক ইহুদীর ভালোবাসা ছিল। একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তিনি বললেন, কোথায় যাচ্ছ ইহুদি বলল, আজ আমাদের একটি সমাবেশ আছে, সব ইহুদি সেখানে উপস্থিত হবে। আমিও সেখানে যাবো। জুনায়েদ বাগদাদী (রহ.)  বললেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো।

ইহুদি বলল আপনি সেখানে যেতে পারবেন না সেখানে কোন মুসলিমকে দেখলেই হত্যা করে ফেলবে। তিনি বললেন আমি তোমাদের বেশ ধরে যাব। জোনায়েদ বাগদাদী (রহ.)  তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে বসানো হলো। এই বৃদ্ধা প্রতিবছর এখানে বসে জনতাকে একটামাত্র উপদেশ দিতেন। তারা সবাই সেই উপদেশ পালন করত।

কিন্তু এইবার সে চুপ করে বসে রইল। ভক্তরা বলে উঠলো! আপনি আজ কিছুই বলছেন না কেন? আমরা যে আপনার বাণী শোনার জন্য অধীর আগ্রহে আছি।  বৃদ্ধ বললো, এই মজলিসে একজন মুসলমান আছে। তাই আমি কোন কথা বলতে পারছিনা। ইহুদি বলে উঠলো কে সেই মুসলিম আমরা তাকে হত্যা করব। বৃদ্ধা বলল না! খবরদার তাঁকে হত্যা করবে না। ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আসো।

জুনায়েদ বাগদাদী (রহ.)  কে নিয়ে আসা হল। বৃদ্ধ বললো আপনি কেন এখানে আসলেন। তিনি বললেন তামাশা দেখার জন্য এসেছি। বৃদ্ধ বললো আপনি যখন এসেছেন এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। তিনি বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? বৃদ্ধা বললো আমি ওয়াদা করলাম, আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো।

জুনায়েদ বললেন, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? সে বলল উত্তরদাতা বড়। তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী তুমি আসন হতে নেমে আসো আমি ওই আসনে বসে উত্তর দিব। বৃদ্ধা নেমে আসলো তিনি গিয়ে সেই আসনে বসলেন।

আচ্ছা প্রশ্ন করো। বৃদ্ধা বললো

এক নাম্বার প্রশ্ন আপনারা বলে থাকেন বেহেশতে এত আহার করা হবে তবু পায়খানা-প্রস্রাবের প্রয়োজন হবে না।

দুই নাম্বার প্রশ্ন: বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা-প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে।

তিন নাম্বার প্রশ্ন: বেহেশতের নিয়ামত যতই খাওয়া হবে তার ঘাটতি হবে না এগুলি তো অসম্ভব কথা।

এক নাম্বার প্রশ্নের উত্তর: সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে কিন্তু তার পায়খানা-প্রস্রাবের প্রয়োজন হয় না।

দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর: পৃথিবীতে সূর্য মাত্র একটা কিন্তু তার আলো সকল ঘরের উপরে পরে।

তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো কোরআন শরীফ তেলাওয়াত করে, শ্রবণ করে এবং তার দাঁড়াও উপকার পায়, কিন্তু তার স্বাদ ও মাধুর্য কমে না। অতঃপর বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি। এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধ বললো, প্রশ্ন করুন। জুনায়েদ বাগদাদী (রহ.)  বললেন, বেহেশতের দরজার উপর কি লেখা রয়েছে?

বৃদ্ধা শুনে চুপ করে রইলো। সব ঈহুদীগণ বলে উঠলো আপনি আমাদের ধর্মীয় নেতা আপনার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন তার একটি প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না! বৃদ্ধ বললো আমি যে উত্তর দেবো তোমরা যদি তা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দিব। তারা সকলেই অঙ্গীকার করল আমরা অবশ্যই মেনে নেব।

বৃদ্ধা বললো বেহেশতের দরজার উপর লেখা আছে, ”লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ” এই কথা শুনে সকল ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। সুবাহানাল্লাহ

মালেক ইবনে দিনার (রহ.)

ইমাম হুসাইন (রা.) এর হত্যাকারীদের পরিণতি

নীল নদের নামে হযরত ওমর (রা.) এর চিঠি

গোপন মাসাআলা

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

Leave a Comment